বাগাতিপাড়ায় গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের বাড়িতে ব্যারিস্টার আশিক

 



মনজুরুল ইসলাম

 স্টাফ রিপোর্টার 

দৈনিক বঙ্গ দর্পন

গভীর রাতে দরজার কড়া নেড়ে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন ব্যারিস্টার আশিক । পৌষের হাড় কাঁপানো কনকনে শীতকে উপেক্ষা করে গভীর রাতে দুস্থ শীতার্তদের বাড়ি বাড়ি কম্বল নিয়ে হাজির হচ্ছেন ব্যারিস্টার আশিক । নতুন বছরের ৫ জানুয়ারী মঙ্গলবার গভীর রাতে নিজ এলাকার লোকমানপুর ,মাড়িয়া গ্রাম সহ বিভিন্ন স্থানে দুস্থ শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি কম্বল বিতরণ করেন। 

এসময় তিনি অনেক বৃদ্ধজনের শরীরে নিজ  পিতা-মাতার মতো পরম যত্নে কম্বল জড়িয়ে দেন। এসময় তার সঙ্গে ছিলেন বাবুল আক্তার, জনি আহম্মেদ, মিঠু আলী সহ অনেকেই। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যহত রাখবেন বলে জানান ব্যারিস্টার আশিক।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি