কুলাউড়ায থানা অপহৃত কিশোরী উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

 


মোঃ জাকির হোসেন

 মৌলভীবাজার প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগে আব্দুল কালাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল কালাম কুলাউড়া থানার হোসনাবাদ গ্রামের আলাল মিয়ার ছেলে। 


গত ১০ ডিসেম্বর ২০২১ তারিখে ক্ষুদ্র নৃগোষ্ঠির এক কিশোরী অপহৃত হয়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই মোঃ এনামুল হক, এসআই পরিমল চন্দ্র দাস, এএসআই মোঃ আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার হাতিরঝিল থানার আম বাগান বস্তি এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আব্দুল কালামকে গ্রেফতার পূর্বক অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। 


কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে এক অপহৃত কিশোরীকে ঢাকা থেকে উদ্বার করা হয়েছে এবং অপহরণকারী যুবককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উক্ত অপহরণ মামলার ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতার করায় ভিকটিমের পরিবারের লোকজন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি