নবীগঞ্জের অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন ও তিন প্রবাসীকে সংবর্ধনা প্রদান

 




মোঃসেলিম উদ্দিন 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

দৈনিক বঙ্গ দর্পন


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে তিন প্রবাসী গুণিজন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


(১২ ফেব্রুয়ারি)  শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত প্রবাসী গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও কমিউনিটি লিডার আলহাজ্ব কুতুব উদ্দিন, আব্দুল মুকিত ও মোশাহিদ মিয়াকে তাদের সমাজসেবামূলক কাজের জন্য স্কুলের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালিকের সভাপতিত্বে ও অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সারওয়ার শিকদার, ফিউচার গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষানুরাগী  মাস্টার সুহেল আহমদ, সাংবাদিক মোঃ সেলিম উদ্দিন, আব্দুল মুহিত, ব্যবসায়ী মিজানুর রহমান, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহন মিয়া, মাওলানা শাহিদুর রহমান,  আবু সাঈদ, এনামুল হক, মৌলদ মিয়া, আকলিছ মিয়া, ছানু মিয়া, আকলু মিয়া, নাহিদ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে  যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন বিদ্যালয় ভবন পেইন্টিং, অফিস রুম সংস্কারসহ প্রতিষ্ঠানের কল্যাণে আজীবন সহযোগিতা করার কথা ব্যক্ত করেন।  এছাড়াও একটি নতুন ভবন করে দেওয়ার ঘোষনা দিয়েছেন।


সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথিদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন আয়োজকরা। পরিশেষে লন্ডন প্রবাসী সমাজ সেবক আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিনকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।


Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি