গজারিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান

 


ওসমান গনি 

 মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

গজারিয়ায় উপজেলা  উৎসবমুখর পরিবেশে ১ নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে পুরাতন চেয়ারম্যান ও সদস্যদের বিদায় দেওয়া হয়েছে।


গত (১৩ ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ চত্বরে সকল কর্মকর্তা ও কর্মচারীর আয়োজনে ৩নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে, ২নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ রিয়াদ হোসেন দাউদ এর সঞ্চালনায় আজকের এই বিদায়ী এবং বরণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী এবং বরণ সভা অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেনকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় হোসেন্দী ইউনিয়ন বাসীদের উদ্যোগে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব হাজী মোঃ আক্তার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সেলিম রেজা। নব-নির্বাচিত চেয়ারম্যান এর ছোট ভাই হাজী মোঃ মাহবুবুর রহমান। নব-নির্বাচিত মেম্বার জনাব মোঃ জাহাঙ্গীর আলম। নব-নির্বাচিত মেম্বার জনাব মোঃ মহিউদ্দিন মোল্লাহ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। 

নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠানের বিদায়ী এবং বরণ সভায় উপস্থিতি ছিলেন বিদায়ী ২নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ রিয়াদ হোসেন দাউদ, ৩নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ আক্তার হোসেন, ১নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ বাসেদ মেম্বার, ৪নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব মোঃ আব্দুল হাই। এ সময় তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। 

অভিষেক অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব হাজী মোঃ আক্তার হোসেন একটি চেয়ারম্যান সার্টিফিকেট সাক্ষর করে হোসেন্দী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ আবু ইউসুফ এর হাতে তুলে দেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ফিতা কেটে অফিস কক্ষে প্রবেশ করেন নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেন এবং নব-নির্বাচিত মেম্বার দের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, ৬ই ফেব্রুয়ারী  মুন্সিগঞ্জ জেলা সার্কিট হাউজে ৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের এবং ১০ই ফেব্রুয়ারী গজারিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি