লক্ষ্মীপুরের নিখোঁজ প্রতিবন্ধী ছেলে জুয়েল কে খুঁজে পাওয়া যাচ্ছে না

 



সোহেল হোসেন

 লক্ষ্মীপুর প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো: জুয়েল হোসেন পিতা- আব্দুর রহিম, মাতা -ফাতেমা বেগম মনু চৌকিদার বাড়ী নামে একটি ছেলে হারিয়ে গেছে। তার বয়স (২০) বছর। 

১৩/০৩/২০২২ইং তারিখ রবিবার সকাল অনুমানিক ১০:০০ ঘটিকায় মোঃ জুয়েল হোসেন হারিয়ে গেছে। 

জুয়েল মানসিক প্রতিবন্ধী দীর্ঘদিন যাবত গ্রাম কাদরিয়া গোজা  নামক স্থান হইতে নিখোঁজ হয়  রবিবার ১৩/০৩/২২ইং তারিক

বিকাল হইতে সদর থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়েছে  ফেইজবুকে হারান বিজ্ঞপ্তি ও মাইকিং এই হারোনোর বিজ্ঞপ্তির ঘোষনা এব হারানো বিজ্ঞপ্তির লিপলেট বিতরণ করিয়াও কোনো সন্ধান পাই নাই। জুয়েল হোসেন এর বাবা দেশ ক্লান্ত কে বলেন  জুয়েল হোসেন মানসিক প্রতিবন্ধী সমাজে মানুষ তার দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। বাংলাদেশ জাতীয় পার্টির আনোয়ার হোসেন জানিয়েছেন আমি ও অনেক খোঁজা খুঁজি করেছেন, এবং প্রতি নিয়ত যোগাযোগ রাখছেন।

অনেক খোঁজা খুঁজি করে ও মোঃ জুয়েল হোসেন কে এখনও পাওয়া যায়নি। এলাকায় অনেক জায়গায় মাইকিং ও করা হয়েছে। যদি কোন সহৃদয় বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে বা দেখে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, জুয়েল নামে এক ছেলে খোঁজখবর ঘটনাটি শুনেছি এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে 


মোবাইল নাম্বার 01316512817/01749935570

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি