নাটোরের র‌্যাব কতৃক চারঘাট এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক এবং একটি প্রাইভেট কার জব্দ

 




মনজুরুল ইসলাম

 স্টাফ রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

নাটোরের (সিপিসি-২) র‌্যাব-৫ কর্তৃক রাজশাহীর চারঘাট এলাকা থেকে ০১ টি প্রাইভেটকার এবং ৪৯৮ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৫ জানান, রাজশাহীর একটি অপারেশন দল আজ মঙ্গলবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে চারঘাট এলাকার চানপুর কাকরামারী চারঘাটগামী এলাকায় চেকপোস্ট পরিচালনা করে সাদা রঙের একটি প্রাইভেট জব্দ করা হয়।


এসয়ম পটুয়াখালী জেলার হাজীখালী এলাকার আব্দুর রহিম গাজীর ছেলে প্রাইভেট কারের ড্রাইভার মোঃ নুর আলম (৩৮) , রাজশাহী চারঘাট এলাকার পিরোজপুর দক্ষিণপাড়া গ্রামের মোঃ সালাম এর ছেলে মোঃ মিনারুল @ মনিরুল (২৪) ও মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ হাসিবুর রহমান (২০) কে আটক করা হয় । তাদের প্রাইভেট কার তল্লাসী করে পিছনের ব্যাক ডালার ভিতরে দুটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত রাখা ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল-৪৯৮ বোতল উদ্ধার সহ ১টি প্রাইভেট কার, ৪টি মোবাইল,৭টি সীমকাড , মাদক বিক্রয়লব্ধ নগদ ৫হাজার টাকা জব্দ করা হয়।


আটককৃতরা জানান, তারা ছদ্মবেশে প্রাইভেটকারে নিয়মিত মাদক পরিবহন করে থাকে। মোঃ নুর আলম একজন আন্তঃজেলা মাদক চোরাচালানকারী দলের পেশাদার ও সক্রিয় সদস্য। সে প্রাইভেটকারে নিয়মিত মাদকের চালান ঢাকা ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।তারা এসব কাজে আইন-শৃংখলাবাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য প্রাইভেটকারের সামনে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নেমপ্লেটসহ মনোগ্রাম ব্যবহার করত। এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। এসব তথ্য জানান দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে । এসময় উপস্থিত ছিলেন নাটোর ও রাজশাহী র‌্যাব ক্যাম্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি