নাটোরের বড়াইগ্রামে নছিমনের চাপায় একজনের মৃত্যু

  

 

 


 মনজুরুল ইসলাম 

স্টাফ রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

নাটোরের বড়াইগ্রামে নছিমনের চাপায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার মৌখাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম (৫২) বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় দাইড়পাড়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নিহত শহিদুল প্রতিদিনের ন্যায় সাইকেলযোগে বাড়ি থেকে বাঁধন টেইলার্সে কাজের উদ্দেশ্যে মৌখাড়া আসছিলেন। মৌখাড়া বাজারে নসিমনটি পেছন থেকে সামনে অতিক্রম করার সময় সাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে শহিদুল রাস্তায় পড়ে গেলে নছিমনটি তাকে চাপা দেয়।

নছিমনের পেছনের চাকা নিহত শহিদুলের মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় উত্তেজিত জনতা নছিমন এবং তার চালক সাইদুর রহমানকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নসিমনটি জব্দ করে এবং চালক কে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান- ঘাতক নসিমনটি জব্দ করে ও তার চালককে থানায় নিয়ে আসা হয়েছে, তবে অভিযোগ না করায় বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হচ্ছে । ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি