মুন্সীগঞ্জে ৬ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

 



ওসমান গনি 

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর অধীনস্ত গোসাইবাগ এলাকা থেকে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মীনা মাহমুদার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূঁইয়া ও সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে জেলা মৎস্য বিভাগ ও মুক্তারপুর নৌ পুলিশ ফা‍ঁড়ির সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।


বুধবার (১৬ মার্চ) অভিযান পরিচালনা করে ১৮ বস্তা কারেন্ট জাল, যার ওজন ৬৩৬ পাউন্ড  এবং ৫ হাজার ১০০ পিস ববিন ও ৫ হাজার ১০০ পিস রেইল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালের আনুমানিক বাজারমূল্য সোয়া ৬ লাখ টাকা।   

অভিযানের ব্যাপারে মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে সিনিয়র অফিসারদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিমের উপস্থিতিতে এসব মালামাল জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন- মুক্তারপুর নৌ পুলিশের এসআই নুরুল ইসলাম, এএ্রসআই রিয়াজুল ইসলাম, আবদুল বারেকসহ অন্য পুলিশ সদস্যরা।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি