সুব্দরগঞ্জে গৃহবধূ হত্যা ৮ দিন পর লাশ উদ্ধার।

 


শাকিল আহমেদ

সুন্দরগন্জ প্রতিনিধি 

দৈনিক বঙ্গ দর্পন


সুন্দরগঞ্জে নিখোঁজের ৮ দিন পর আসামির স্বীকারোক্তি মোতাবেক আশা আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলিত লাশ কচুরিপানার নিচ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার বিকেলে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের পূর্বদুলাল গ্রামের মনোরঞ্জন খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।



স্থানীয়রা জানায়, উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের পূর্বদুলাল গ্রামের মৃত দেলদার হোসেনের ছেলে কবির উদ্দিন মন্ডলের সাথে প্রায় ৫ মাস পূর্বে গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ি (ধর্মপুর) গ্রামের আবু সামার শারীরিক প্রতিবন্ধী মেয়ে আশা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মনোমালিন্য চলে আসছিল। এরই এক পর্যায়ে গত ১৬ জুন দুপুরে পারিবারিক কলহের জের ধরে কবির উদ্দিন তার স্ত্রী আশা আক্তারকে মারপিট করে এবং ওই রাত থেকেই গৃহবধূকে পাওয়া যাচ্ছিল না। থানা পুলিশ জানায়, গৃহবধূ আশা আক্তারের সন্ধান না পেয়ে তার মা শহিনুর বেগম জামাতা কবির উদ্দিন ও তার মাকে আসামি করে গত ১৯ জুন থানায় অপহরণের মামলা দায়ের করে। এ মামলায় পরদিন ২০ জুন পুলিশ আশা আক্তারের স্বামী কবির উদ্দিনকে গ্রেফতার করে গৃহবধূর সন্ধান উদঘাটনে ৩ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে আসামী কবির তার স্ত্রী আশা আক্তারকে হত্যার দায় স্বীকার করে। সে মোতাবেক বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে পুলিশ আসামি কবিরকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার দেখানো বাড়ির পাশের মনোরঞ্জন খালের কচুরিপানার নিচ থেকে গৃহবধূর গলিত লাশ উদ্ধার করে।



থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ বলেন, 'স্বামীর দেওয়া তথ্যমতে কচুরিপানার নিচ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।'

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি