নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৮৬ জন

 

নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৮৬ জন


মনজুরুল ইসলাম 

স্টাফ রিপোর্টার

দৈনিক বঙ্গ দর্পন

নাটোরের লালপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৪ হাজার ৫ জনের মধ্যে ৮৬ জন অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন শিক্ষার্থী বহিস্কারের ঘটনা ঘটেনি।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪ হাজার ৫জন পরীক্ষার্থীর মধ্যে মোট অনুপস্থিত ছিল ৮৬ জন। এসএসসিতে চারটি কেন্দ্রে ৫২টি উচ্চ বিদ্যালয়ের ২ হাজার ৮০৩ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৬ জন, এসএসসি ভোকেশনালে দুইটি কেন্দ্রে ২০টি প্রতিষ্ঠানে ৮৬৫ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩৮ জন এবং দাখিল পরীক্ষায় একটি কেন্দ্রে ২১টি মাদ্রাসার ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২২ জন।

এ বছর এসএসসিতে লালপুর-এ-২০১৪ লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২টি প্রতিষ্ঠানের ৬৯৩ জন, লালপুর-বি-২০১৫ নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুল কেন্দ্রে ১২টি প্রতিষ্ঠানের ৭৬০ জন, লালপুর-সি-২০১৬ লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭টি প্রতিষ্ঠানের ৭৯৪ জন ও লালপুর-ডি-২১৭ চাঁনপুর (১) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১টি প্রতিষ্ঠানের ৫৫৬ জন; এসএসসি ভোকেশনালে ২৪০৩৭-লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯টি প্রতিষ্ঠানের ৩৮০ জন ও ২৪০৪৬-লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১টি প্রতিষ্ঠানে ৪৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি