মুন্সীগঞ্জ দুই দিনে দুই হত্যাকাণ্ডের পর তৃতীয় দিন যুবককে গুরুতর জখম

 

মুন্সীগঞ্জ দুই দিনে দুই হত্যাকাণ্ডের পর তৃতীয় দিন যুবককে গুরুতর জখম

ওসমান গনি 

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক বঙ্গ দর্পন 

থামছে না চরমুক্তাপুরের সহিংসতা।  দুই দিনে দুইজনকে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে তৃতীয় দিন ইমরান হোসেন ইমু (৩৫) নামের এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে সন্ত্রাসীরা।


মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকার ক্রউন সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।


এ ঘটনায় গুরুতর আহত ইমরান হোসেন ইমুকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়।



পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ইমরান হোসেন ইমু মুন্সীগঞ্জ শহরের গনকপাড়া এলাকার আব্দুম সালাম মিয়ার ছেলে।


জানা গেছে, মঙ্গলবার রাত ১০ টার দিকে ইমরান হোসেন ইমু তার ব্যবসার কাজ শেষে নিজবাড়ী গনকপাড়া ফিরছিলেন। পথিমধ্যে চর মুক্তারপুরে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে স্থানীয় গোলাপ মিয়ার  ছেলে মোহাম্মদ শাহিন ও তার সন্ত্রাসী বাহিনী ইমুর কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।



দাবিকৃত টাকা দিতে রাজি না হলে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ইমুর হাত ও পায়ে গুরুতর জখম করে সন্ত্রাসী শাহীন ও তার দল। পরে স্থানীয়রা এগিয়ে এসে ইমুকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার স্বজন ও চিকিৎসকরা।


এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল। এর আগে পশ্চিম মুক্তারপুরে পরপর দুইদিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় ওই এলাকার বাসিন্দারা চরম আতঙ্কিত হয়ে পড়েছে।


এ‌ বিষয় মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত)  মো. আনসারুজ্জামান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লি‌খিত অভিযোগ পাই‌নি।   অ‌ভি‌যোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি