সামান্তা শারমিন আপনাদেরকে বলছি

 

নিউজ ডেস্ক

দৈনিক বঙ্গ দর্পন

সামান্তা শারমিন আপনাদেরকে বলছি

জাতীয় নাগরিক পার্টি(NCP)- এর সামান্তা ম্যাম,আপনাকে বলছি আপনারা কি রাজনৈতিক দল তৈরী করেছেন শুধু সংবিধানের পরিবর্তন এর জন্য??

জুলাইয়ের গনঅভ্যুত্থানে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে কিন্তু সংবিধান কিংবা প্রশাসনিক শাসন ব্যবস্থার তো পরিবর্তন হয়নি।আপনারা নাকি শিক্ষিত শ্রেণীর মানুষ!!আপনাদের কাছে আমরা মূর্খরা অনেক কিছু শিখেছি।।

যেমন:-একটা নিদিষ্ট শ্রেনীর জেনারেশন দিয়ে রাজনৈতিক  দল তৈরী করে দেশবাসীকে সেবা করার স্বপ্ন দেখানো।

**সংবাদ সম্মেলনে মুখরোচক শব্দের বক্তব্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা আপনাদের কালচার। 

**প্রবীন রাজনৈতিক ব্যক্তিদের অসম্যান করা আপনাদের ট্রেডিশন এ পরিনত হয়েছে। 

**সিমপ্যাথী পুচি বানিজ্য করে দেশকে নতুন করে দেশের অবশিষ্ট অবকাঠামো ধ্বংস করে ফেলা।

**জনগনের মনে প্রশাসনের প্রতি আস্থাহীনতার জন্য একমাত্র দায়ী আপনারাই।

**আপনারাই আচরনে বুঝিয়ে দিয়েছেন স্বার্থ কেন্দ্রীক মানুষিকতার রাজনীতি।

**আপনারা হ/ত্যা,গু/ম,চাদাবাজী,রাহাজানিকে সমন্নয়কদের কর্মে পরিনত করেছেন।

**আপনারা সমগ্র বাংলাদেশকে বিশ্বের চোখে দুর্নীতির শীর্ষ খেতাব দিয়েছেন।

আরও কত রূপ আপনাদের!!

🙏এবার থামুন...

বাংলার জনগণ অতিষ্ঠ... 

মনে রাখবেন,একটা নিদিষ্ট জেনারেশন দিয়ে কোন গনতান্ত্রিক দেশ এর সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সকল,বয়সী,সকল শ্রেণি পেশার জনগণের অংশগ্রহণ প্রয়োজন।

আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি আপনার ভেতরের মানুষটাকে সচ্ছ,সামাজিক,মানবিক এবং পরিচ্ছন্ন হিসেবে তুলে ধরতে না পারে,,তাহলে আমরা মূর্খরা আপনাদের মত শিক্ষিতদের চেয়ে শ্রেষ্ঠ।

প্রিয় দেশবাসী,,দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় সংসদ নির্বাচন এর মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়াটা সম্পূর্ণরূপে বোকামি।গত জুলাইয়ের গনঅভ্যুত্থানে দেশের সার্বিক অবকাঠামোর ব্যপক ক্ষতি হয়ছে।প্রশাসনের প্রতি আস্থাহীনতার সৃষ্টি হয়ছে।অর্থনৈতীক স্তম্ভ ভেঙে গিয়েছে।দাতা রাষ্ট্রগুলোর সাথে সু সম্পর্কের অবনতি হয়েছে।এছাড়াও দেশের সর্বসাধারণের মনে দেশের গনতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি ভীতির সৃষ্টি হয়েছে।

একটা গনতান্ত্রিক দেশে কোন রাজনৈতিক দল চিরস্থায়ী নয়,কিন্ত সংবিধান এবং প্রশাসনের শাসন ব্যবস্থা একই থাকে।তাই বলছি,আপনারা প্রত্যেকে নিজ,নিজ অবস্থান থেকে সংবিধান ও দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।দেশের প্রতিটি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সয়ায়তা করুন,দেশটাকে সুন্দর করে সাজাতে উপদেষ্টাদের সহায়তা করুন।কোথাও কোন অভাব-অভিযোগ থাকলে সেটা নিয়ে সংঘাতময় আন্দোলন না করে আলোচনা করে সমাধানের চেষ্টা করুন।

দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়ন এবং জনমনে প্রশাসনের প্রতি আস্থা ফিরে আসলেই আমরা জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশা করি।

Comments

Popular posts from this blog

"সমাজ বদলায় না, বদলায় সমাজের মুখোশ।"

বাংলাদেশের রাজনীতিতে আরো একটি নতুন রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে "জাতীয় প্রগতিশীল পার্টি"র(NPP) বিবৃতি